নিজস্ব প্রতিবেদক : টরেন্টো, টোকিও, গুয়াংজু ও চেন্নাইসহ নতুন চারটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালানোর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী অক্টোবরের মধ্যেই এসব ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন।
নানা কারণে এসব অঞ্চলে মানুষের যাতায়াত বাড়ায় বিমানের এই সিদ্ধান্ত লাভজনক হবে বলেও প্রত্যাশা করছেন তিনি। আর নতুন গন্তব্যগুলোতে ফ্লাইট চালুর খবরে উচ্ছসিত সংশ্লিষ্ট দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
গেল দু’বছরে বাংলাদেশ বিমানের বহরে ছয়টি অত্যাধুনিক উড়োজাহাজ যোগ হলেও রুট বেড়েছে মাত্র তিনটি। চলতি বছর একাধিক নতুন রুটে যাত্রার উদ্যোগও পিছিয়ে পড়ে করোনাভাইরাস মহামারীর কারণে। বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা না তোলায় বিদ্যমান ১৭টি রুটের মধ্যে বর্তমানে মাত্র ছয়টি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যেই টোকিও, টরন্টোসহ নতুন চারটি রুটে যাত্রার প্রস্তুতি নিচ্ছে বিমান।
বিমান বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী অক্টোবরের শেষ দিকেই এই এসব রুটে ফ্লাইট পরিচালনা করতে পারবেন তারা।
তিনি জানান, করোনার কারণে কর্মসূত্রে মধ্যপ্রাচ্যে যাতায়াতে নেতিবাচক প্রভাব পড়েছে, যা স্বাভাবিক হওয়াও সময়সাপেক্ষ ব্যাপার। সে কারণেই নতুন এসব রুট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনা পরিস্থিতি থেকে উত্তরণের পর চাহিদা অনুযায়ী আরও নতুন নতুন রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথাও জানান রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই শীর্ষ কর্মকর্তা। এদিকে এসব রুটে ফ্লাইট চালুর খবরে খুশি সংশ্লিষ্ট দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও।