মোশাররফ হোসেনঃ অটোয়া, উইনডসর , আলবার্টার পর অন্টারিও প্রাদেশিক সরকার রাজজে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে । আজ সকালে অন্টারিও পিরিমিযার ডাগ ফোর্ড সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন । একইসঙ্গে সড়ক, মহাসড়ক ,রেল ,বিমান পথ অবরোধ কর্মসূচি পালন করলে জরুরি আইন অনুযায়ী তাদের ১লক্ষ ডলার জরিমানা ও এক বছরের জন্য জেল দেবার ঘোষণা করা হয়েছে।
ডাগ ফোর্ড কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন । আগামী শনিবার ও রোববার ছুটির দিনে অবরোধ কর্মসূচি প্রতিরোধে টরনটো শহরের সড়ক ও মহাসড়ক সহ সকল গুরুত্বপূর্ণ জাযগায পুলিশ মোতায়েন করা হয়েছে ।
পুলিশ কমিশনার আজ এ বিষয়ে জরুরি সতর্কতা অবলম্বন করে নির্দেশ জারি করেছেন । অন্টারিও প্রদেশে র পিরিমিযার ডাগ ফোর্ড সীমান্ত নিরাপত্তা ও চলাচলের ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ ও আর সি এমপি কে নির্দেশ দিয়েছেন ।
মহাদূর্যোগ করোনায় কানাডিয়ান নাগরিকদের একটি অংশ টিকা বিরোধী প্রতিবাদ করতে গিয়ে উইনডসর ও ডেট্রয়েট সীমান্তের অ্যামবাসাডার ব্রিজে টেরাক ও লরি নিয়ে অবস্থান করছে। এতে করে যুক্তরাষ্ট্রের সংগে কানাডার খাদ্য পরিবহন সহ সকল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
এর ফলে প্রতিদিন ৩০ভাগ বাণিজ্য ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে কানাডার বাণিজ্যমন্ত্রী ওমর আলঘাবরা আজ সিপি২৪ টিভি চ্যানেলে বলেছেন।
এ সীমান্ত ব্রিজ দিয়ে প্রতিদিন ৩২৩ মিলিয়ন ডলারের পণ্য, ১০হাজার পরিবহন গাড়ি যাত্রা আসা করে। যুক্তরাষ্ট্রের ও কানাডার মধ্যে ১’ ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয় বলে তিনি উল্লেখ করেছেন।
আলবার্টার প্রিমিয়ার জেসন কেনি বলেন, আলবার্টা ও মোনতানা সীমান্ত একই পরিস্থিতি নিয়ন্ত্রণে আর সি এম পি বিশেষ পুলিশ তৈরি রাখা হয়েছে।
কানাডার পশ্চিমাঞ্চল পার্টি কনজারভেটিভ এর এলাকা। মহাদূর্যোগ সাধীনতা ও অধিকারের নামে সড়ক ও মহাসড়ক অবরোধ করে টেরাক ও।লরির চালকদের একটি অংশ আইন অমান্য করে জাতীয় শৃঙ্খলা নষ্ট করছেন বলে সরকার বলছে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংবাদ সম্মেলন করে বলেছেন, নাগরিকদের জীবন বাঁচাতে সরকার টিকা প্রদান করে যাচ্ছে। তবে কিছু মানুষ তার বিরুদ্ধে সড়ক ও মহাসড়ক বন্ধ করে যা করছেন তাতে কানাডার ক্ষতি হচ্ছে। এ বিষয়ে তিনি তাদের সংগে কথা বলবেন না। বিষয় টি প্রাদেশিক সরকার দেখছে।
পুলিশ ও বিশেষ করে আরসিএমপি ব্যাবস্থা গোরোহন করেছে। তবে প্রযোজনে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।