1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
October 7, 2024, 1:09 am

অনিয়ম : ৭ ইউপি চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২০
  • 266 বার পঠিত

নিজস্ব প্রতিবদেক: ত্রাণ আত্মসাৎসহ নানা অনিয়মের জন্য তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও চার ইউপি সদস্যকে (মেম্বার) সাময়িক বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার এই সাত চেয়ারম্যান ও মেম্বারকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ থেকে আলাদা আলাদা আদেশ জারি করা হয়েছে।

ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জামাদিসহ পুলিশের কাছে হাতেনাতে গ্রেফতার হন বরগুনা জেলার বেতাগী উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এরপর তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় ফৌজদারি মামলা হয়। এজন্য তাকে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’ অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

ত্রাণসামগ্রী আত্মসাতের দায়ে র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে থাকায় ঢাকার ধামরাই উপজেলার ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ওরফে মিজুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভিজিডি কর্মসূচির প্রায় সাড়ে ৭ টন চাল আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত এবং ঘূর্ণিঝড় আম্ফানের সময় দুস্থদের জন্য বরাদ্দ করা চাল আত্মসাতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত হয়ে এক লাখ টাকা জরিমানা দেয়ায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৫ নং বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফরিদপুরের জেলা প্রশাসক সুপারিশও করেছিলেন।

অপরদিকে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য মো. রকনুজ্জামানকে ‘স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯’ অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভিজিএফের (মৎস্য) চাল বিতরণে অনিয়ম, জেলেদের ভুয়া আইডি কার্ড তৈরি করে সরকারি চাল আত্মসাৎ এবং সরকারি সহায়তা প্রদানের নামে সাধারণ জনগণের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় বরগুনার সদর উপজেলার ৯ নং বালিয়াতলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মো. শামীম গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া ত্রাণের দাবিতে সাধারণ জনগণকে রাস্তায় ব্যারিকেড ও উপজেলা পরিষদের বিভিন্ন অফিস ভাঙচুরের উসকানি দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে থাকায় রংপুরের পীরগাছা উপজেলার ৭ নং পীরগাছা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফিরোজ সরকারকে বরখাস্ত করা হয়েছে।

খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড দেয়ার নাম করে হতদরিদ্রদের কাছ থেকে অর্থ আদায় এবং হত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত হয়ে পলাতক থাকার বিষয়টি স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৯ নং আচারগাঁও ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম মিন্টুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park