1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 7, 2025, 10:36 pm

অনেক কষ্টে আফগানদের হারাল পাকিস্তান

  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ২৯, ২০২১
  • 222 বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শুক্রবার (২৯ অক্টোবর) আফগানিস্তানকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল পাকিস্তান। শ্বাসরুদ্ধকর ম্যাচে বাবর আজমদের জয় ৫ উইকেটে। মোহাম্মদ নবীদের দেওয়া ১৪৮ রানের টার্গেটে খেলতে নেমে ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

এবারের বিশ্বকাপ দুর্দান্ত কাটছে পাকিস্তানের। ব্যাট-বল কিংবা ফিল্ডিং তিন বিভাগেই দুরন্ত নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্টে এখনো অপরাজিত রয়েছে তারা। প্রথম ম্যাচে ভারত ও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকেও হারিয়েছিল বাবর-আফ্রিদিরা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাবর আজমের ৫১ ও ফখর জামানের ৩০ রানে ভর করে জয়ের লক্ষ্যে অবিচল থাকে পাকিস্তান। শেষ দিকে শোয়েব মালিকের ১৯ ও আসিফ আলির ৭ বলে ২৫ রানের সুবাদে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় পকিস্তান। আফগানিস্তানের হয়ে ২৬ রান খরচায় ২ উইকেট নেন রশিদ। একটি করে উইকেট পান মুজিব উর রহমান, মোহাম্মদ নবি ও নাভীন উল হক।

এর আগে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে মোহাম্মদ নবি বাহিনী তুলেছে ১৪৭ রান। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১৪৮ রান। ১৩ রানের মাথায় দুই উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় আফগানিস্তান। শূন্য রানে হজরতউল্লাহ জাজাইয়ের পর ৮ রানে ফিরে যান আরেক ওপেনার মোহাম্মদ শেহজাদও।

স্কোর বোর্ডে আর ২৬ রান যোগ হতে না হতেই আরও দুই উইকেট খুইয়ে ফেলে মোহাম্মদ নবি বাহিনী। রহমানউল্লাহ গুরবাজ ও আসগর আফগান দুজনেই তুলেন ১০ রান করে। সেখান থেকে দলের চাপ সামাল দেন করিম জানাত ও নজিবুল্লাহ জাদরান। করিম ১৫ রান করে ফিরে যাওয়ার পর জাদরান আউট হন ব্যক্তিগত ২২ রানে।

এরপর বড় জুটি গড়েন মোহাম্মদ নবি ও গুলবাদিন নাইব। শেষ দিকে পাকিস্তানের বোলারদের তুলোধুনো করতে থাকেন নবি ও গুলবাদিন। তাদের জুটি থেকে আসে ৭১ রান। নবি ৩২ বলে ৩৫ ও গুলবাদিন ২৫ বলে ৩৫ রান করেন। নবির ইনিংসে ছিল ৫টি চারের মার। গুলবাদিন ৪টি চারের পাশাপাশি একটি ছয়ও হাঁকান তার ইনিংসে।

পাকিস্তানের হয়ে ৪ ওভারে ২৫ খরচায় দুই উইকেট নেন ইমাদ ওয়াসিম। একটি করে উইকেট পান শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি ও শাদাব খান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park