বিনোদন ডেস্ক: চাঁদরাতে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব ফিল্ম ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। চরকি অরিজিনাল ফিল্মে অভিনয় করে সাড়া ফেলেছেন জেফার রহমান ও চঞ্চল চৌধুরী। মনোগামী নিয়ে চলছে আলোচনা-সমালোচনাও। অভিষেক কাজে এমন সাড়া মেলায় খুশি গায়িকা থেকে নায়িকা বনে যাওয়া জেফার।
বেসরকারি চ্যানেল দেশ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বর্তমান ও ভবিষ্যৎ-পরিকল্পনার কথা।
জেফার বলেন, মনোগামীর অনেক আগে থেকেই অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু করা হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত সেটা বাস্তবে ঘটায় মোস্তফা সরয়ার ফারুকী ভাই।
জেফার আরও বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমার ফ্যামিলি থেকে শুরু করে বাইরের মানুষ—সবাই খুবই প্রশংসা করছে। এটা অবশ্যই ভালো লাগছে, যেহেতু আমি অভিনেত্রী না। এটা আমার প্রথম কাজ এবং সেটাতে যখন ভালো প্রশংসা পাচ্ছি, তখন আমার আরও ইচ্ছা করছে, আরও অভিনয় করতে চাই।
যেহেতু নার্ভাস ছিলাম, মানুষ কী বলবে? খারাপ হবে নাকি? কিন্তু এখন যখন সবাই বলছে, “না, তোমাকে দেখে মনেই হয়নি তুমি অভিনয় করেছ এই প্রথমবার।” অবশ্যই সেটা আমার খুব ভালো লাগছে।’
সংগীতশিল্পীর মতে, ‘আমি একজন সংগীতশিল্পী। আমাকে মানুষের সংগীতশিল্পী হিসেবেই চিনতে হবে। সেই জায়গায় আমি সফল। আমাকে সংগীতশিল্পী হিসেবেই প্রথমে মানুষ চেনে। এখন অভিনয়, এটা একটি নতুন ফিল্ড।জেফার রহমান। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
মিউজিকের মতোই এখানেও আমি কাজ করতে চাই। নতুন অফার পেয়েছি। কিন্তু নিয়মিত কাজ করব না। আমি অনেক বেছে বেছে কাজ করব। কোনো চরিত্র যখন চ্যালেঞ্জিং মনে হবে, ঠিক তখনই আমি সেই কাজটা করব।’