আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অ্যান্ডোরার জালে গোল উৎসব করেছে ক্রিশ্চিয়ানো রোনালগোর পর্তুগাল। বুধবার রাতে ঘরের মাঠে তারা ৭-০ গোলে উড়িয়ে দেয় অ্যান্ডোরাকে।
এই জয়ে গোল পেয়েছেন রোনালদোও। অ্যান্ডোরার বিপক্ষে প্রথমার্ধে তারা ২টি গোল করে। দ্বিতীয়ার্ধে করে আরও ৫টি গোল। তার মধ্যে একটি আত্মঘাতী গোলও ছিল।
এই ম্যাচে পর্তুগালের হয়ে অভিষেক হয়েছিল পেদ্রো নেতো ও পাউলিনহোর। তারা দুজনেই পেয়েছেন গোলের দেখা।
ম্যাচের ৮ মিনিটেই গোল উৎসবের সূচনা করেন ২০ বছর বয়সী নেতো। ২৯ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ২৮ বছর বয়সী পাউলিনহো। ৬১ মিনিটের মাথায় নিজের জোড়া গোলও পূর্ণ করেন তিনি। তার আগে ৫৬ মিনিটে তৃতীয় গোলটি করেন রেনাটো সানচেজ।
৭৬ মিনিটে দিশেহারা অ্যান্ডোরার এমিলি গার্সিয়া নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন। তাতে ব্যবধান হয় ৫-০। ৮৫ মিনিটে গোলের দেখা পান ক্রিশ্চিয়ানো রোনালদোও। এটি ছিল পর্তুগালের হয়ে তার ১০২তম গোল।
৮৮ মিনিটে অ্যান্ডোরার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুঁকেন জোয়াও ফেলিক্স। তাতে ৭-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরো চ্যাম্পিয়নরা।