স্পোস্ট ডেস্কঃ কোপা আমেরিকার সেমিফাইনালে টাইব্রেকারে জিতে ফাইনালে উঠেছে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ। পেনাল্টি শুটআউটে কলম্বিয়ার তিন খেলোয়াড়ের শট রুখে দিয়েছেন তিনি।
নির্ধারিত ৯০ মিনিটে ১-১ এ সমতা থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। তবে পেনাল্টি শুটআউটে আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজকে নিয়ে আশাবাদী ছিলেন মেসি। ম্যাচ শেষে মেসি বলেন, ‘পেনাল্টি শুটআউট পুরোটাই ভাগ্যের ব্যাপার। তবে আমরা জানতাম অ্যামিলিয়ানো মার্টিনেজ অন্তত দুটি পেনাল্টি সেভ করবে। সে এটার যোগ্য। সে গোলরক্ষক মধ্যে দানব।’
পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনার চারটি শটের মধ্যে তিনটিই গোল হয়। আর্জেন্টিনার রদ্রিগো ডি পল পেনাল্টি মিস করেছেন। অন্যদিকে কলম্বিয়ার পাঁচ শটের দুইটি গোল হয়ে বাকি তিনটি রুখে দেন মার্টিনেজ।
আর্জেন্টিনা ফাইনাল খেলবে ব্রাজিলের বিপক্ষে। ১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সর্বশেষ ২০০৭ সালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল তারা। সেবার ৩-০ গোলের জয় পেয়েছিল ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী রবিবার ভোর ৬ টায় অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল।