মোশাররফ হোসেন: আবহাওয়ার পরিবর্তনে টরনটোয় নতুন জীবনের যাত্রা শুভ হোক। মানুষ মানুষের জন্য কাজ করলে সমাজ ও দেশ এগিয়ে যায়।
টরনটোয় তাপমাত্রা ৩১ থেকে নেমে এখন ১১ডিগ্রি। তিনদিন আগে খোলা মেলা টি শার্ট ও শটস, পায়ে বাহারি কেডস। তরুণ তরুণী রা পানি ও জুস হাতে , ৮০০ সিসি এবং ইলেকট্রিক বাইকে চড়ে মহাসড়কে উড়ে যেতে দেখা গিয়েছিলন।
আবার সোমবার বৃষ্টি হবার পর তাপমাত্রা নেমে গিয়েছে। তবে গাছেরা মেতেছে আনন্দে। পার্কের ভেতরে চেরি ফুলের সমারোহ। সড়কের পাশেও রকমারি ফুলের খেলা ।প্রকৃতির এ রূপ লাবণ্য সবাইকে মুগ্ধ করে।
সেন্টার আইল্যান্ড এলাকায়, লেকশোরজুড়ে বিভিন্ন হারবারে এখন রকমারি বোট লঞ্চ প্রমোদ ভ্রমণের জন্য অপেক্ষা করছে। তিন বছর করোনাকে জয় করে বেড়াতে বেরনোর জন্য সকল শ্রেণীর মানুষ ছুটবে। এখন চলছে গিরশশোকালীন ছুটি।ছাত্র ছাত্রীরা আর অপেক্ষা করতে রাজি নয়। আনন্দ লোকে, মংগোলালোকে,, সত্য সুন্দর,,।