আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। রাজধানী কাবুলে চালানো ওই হামলায় অন্তত ৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আকমল স্যামসার।সোমবার পরপর কয়েকটি হামলার পর রণক্ষেত্রে পরিণত হয়ে কাবুলে বিস্তৃতি ওই ক্যাম্পাসটি। পরে হামলাকারীরা হামলা চালালে ক্যাম্পাস থেকে পালাতে বাধ্য হয় শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ চলছিল।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ক্যাম্পাসটিকে ঘিরে রেখেছে। আফগানিস্তানের শত্রুরা এবং শিক্ষার শত্রুরা কাবুল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীরা ওই এলাকায় অবস্থান করছে। শিক্ষার্থীদের যাতে কোনও ক্ষতি না হয় সে বিষয়টি আমলে নিয়ে সাবধানতার সঙ্গে কাজ করছে নিরাপত্তা বাহিনী।
আফগান সংবাদ মাধ্যম জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টিতে একটি বই মেলা চলছিল। এমন সময় হামলার ঘটনাটি ঘটে। এসময় দেশটির বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।