আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে দ্বন্দ্বে প্রাণ হারালেন আরও সাত বেসামরিক নাগরিক। রোববার দেশটির পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তিন নারী, দুই শিশু ও দুইজন পুরুষ।
আফগান প্রদেশীয় গভর্নরের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা জানিয়েছেন, ভুক্তভোগীদের গাড়িটি রাস্তার পাশে পুঁতে রাখা বোমার সংস্পর্শে আসতেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এতে গাড়ির সাত আরোহীই নিহত হয়েছেন।
যুদ্ধ-পরবর্তী আফগানিস্তানে শান্তি ফেরানোর প্রক্রিয়ায় সরকার পক্ষ ও তালেবানের মধ্যে আলোচনা সত্ত্বেও এর দীর্ঘসূত্রিতার বলি হচ্ছেন দেশটির নিরীহ জনগণ।
গত জুলাইয়ে জাতিসংঘের দেয়া তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানে সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ২৮২ জন, আহত হয়েছেন আরও শত শত মানুষ। হতাহত বেসামরিক নাগরিকদের মধ্যে প্রায় ৪০ শতাংশই নারী ও শিশু।
একদল কয়েদিকে মুক্তি দেয়ার বিষয়ে মতবিরোধের জেরে সম্প্রতি আফগান সরকার-তালেবান শান্তি আলোচনা একপ্রকার স্থবির হয়ে পড়েছে। এসব কয়েদির মধ্যে আফগানিস্তানে ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর সঙ্গে জড়িতরাও রয়েছেন।