স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান নাজীব তারাকি মারা গেছেন। গত সপ্তাহে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছিলেন।
গ্রোসারি মার্কেট থেকে কেনাকাটা করে রাস্তা পার হয়ওয়ার সময় একটা গাড়ি তাকে ধাক্কা দেয়। এর পর থেকে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিলেন।
নাজীব আফগান জাতীয় দলের হয়ে মোট ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। একটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টিতেই থেমে গেল তার ক্যারিয়ার। নাজীবের বয়স হয়েছিল ২৯ বছর।
তিনি মূলত একজন ওপেনার ব্যাটসম্যান ছিলেন। ২০১৪ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।
তিন বছর পর আয়ারল্যান্ডের তিনি খেলেন ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে। ২০১৯ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে তিনি শেষ ম্যাচ খেলেন।