1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 13, 2025, 12:14 am
সংবাদ শিরোনাম :

আমাদের নাচ কাউকে অসম্মানের জন্য নয়, আনন্দের বহিঃপ্রকাশঃ ভিনিসিয়াস

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২
  • 159 বার পঠিত

বিশ্বকাপ নকআউট পর্বের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নাচ দিয়ে প্রতিটি গোল উদযাপন করা নিয়ে সমালোচনার মুখে পড়েছে ব্রাজিল। এই বিতর্কের বিষয়ে এর আগে কোচ তিতে ব্রাজিলের অবস্থান পরিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন, নিছক আনন্দের জন্য ব্রাজিলের ঐতিহ্যবাহী নাচে শিষ্যদের সঙ্গে তাল মিলিয়েছেন তিনি। তিনি দক্ষিণ কোরিয়ার কোচকে সম্মান করেন। অসম্মানের কোনো প্রশ্নই ওঠে না।

এবার দলটির তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রও একই কথা বললেন। তিনি বলেন, “গোলের পর এমন উদযাপন চালিয়ে যাবেন তারা।” এই নাচ যে কেবলই নিজেদের আনন্দের জন্য সেটাও পরিষ্কার করার চেষ্টা করেছেন তিনি।

বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে সেমাবার (৬ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। ওই ম্যাচে স্রেফ ভয়ংকর সুন্দর ফুটবলই খেলেননি নেইমার-ভিনিসিয়াসরা, নজর কাড়েন প্রতিটি গোলের পর উদযাপন দিয়েও।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই উদযাপন অনেকেরই পছন্দ হয়নি। বিশেষ করে, রিচার্লিসন ম্যাচের তৃতীয় গোলটি করার পর দলের সঙ্গে ব্রাজিল কোচ তিতের নাচে যোগ দেওয়ার বিষয়টি।

এর তীব্র সমালোচনা করেন রয় কিন। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি অভিযোগ করেন, প্রতিপক্ষকে অসম্মান করতে এমন উদযাপন ব্রাজিলের।

এটা অবশ্য মানতে নারাজ ভিনিসিয়াস। তার মতে, “কাউকে অসম্মানের জন্য নাচেন না তারা। এটাই ব্রাজিলের সংস্কৃতি। অবশ্যই, কিছু মানুষ অভিযোগ করতে পছন্দ করে যখন তারা অন্যের সুখ দেখে। আমরা ব্রাজিলিয়ানরা আনন্দপ্রিয় মানুষ। তাই এটি সবসময়ই বিরক্ত করবে (নিন্দুকদের)। ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো গোল করা, আর বিশ্বকাপ হলে এটা আরও গুরুত্বপূর্ণ। তাই এটা শুধু আমাদের খেলোয়াড়দের জন্য নয়, পুরো দেশের জন্য আনন্দের মুহূর্ত।”

বুধবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন “আমাদের আরও কিছু উদযাপন প্রস্তুত করা আছে। তাই আমাদের ভালো খেলে যেতে হবে, ম্যাচ জিততে হবে এবং এই প্রক্রিয়ায় আনন্দ করে যেতে হবে। আমাদের শান্ত ও মনযোগী থাকতে হবে। কারণ আমাদের বিপক্ষের চেয়ে পক্ষে বেশি মানুষ রয়েছে।”

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park