মোশাররফ হোসেন: আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কী ভুলিতে পারি… মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা।
বিশ্বজুড়ে আজ মধ্যরাতে বাঙালির অহংকার মহান একুশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আজ কোটি কোটি মানুষ বাংলা ভাষা ঐতিহাসিক দিন পালন করবে। কাল ঢাকাসহ বাংলাদেশে সবখানে, বিশ্জুড়ে প্রভাত ফেরি করে নগ্ন পায়ে ভাষা শহীদ বরকত, সালাম, রফিক, জব্বার স্মরণে একুশের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এতে শিশু, কিশোর, যুবক বৃদ্ধ, রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী সহ সব শ্রেণি ও পেশার মানুষ অংশ নেবেন।
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারসহ বাংলাদেশের সব শহীদ মিনারে মানুষের ঢল নামবে। এজন্য সতর্ক নিরাপত্তা গ্রহন করা হয়েছে। একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন নিউইয়র্ক, ফ্লোরিডা, লসএঞ্জেলস, কানাডার টরেন্টো, অটোয়া, মট্রিয়ালসহ, কেলগেরি, সাসকাচুযানসহ বিভিন্ন প্রদেশে, যুক্তরাজ্যের লন্ডন, ম্যাচেস্টার, বার্মিংহাম, অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ফ্রান্সের প্যারিস, ইতালির রোম, জার্মানির বার্লিন, জাপানের টোকিও, মধ্যপ্রাচ্যের দেশসমূহসহ বিশ্বজুড়ে বাংলা ভাষার শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাঙালি সহ সকল নাগরিক ।
নিউইয়র্কের জ্যাক্সন হাইটস ও টরেন্টোরর ডেনটোনিয়া পার্কে আজ মধ্যরাত থেকে এ দুটি জায়গায় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে বাঙালি সহ সকল নাগরিক ।
সবাই গাইবে ভূবন মোহন ও ঐতিহাসিক গান, আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়…সালাম সালাম হাজার সালাম…ভুলবনা সে একুশে ফেব্রুয়ারি… ভুলবনা,, মাগো ভাবনা কেন…তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে…।
ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাস, কানাডার অটোয়া বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্ক, ফ্লোরিডা, লস এঞ্জেলস কনসুলেট নিজ নিজ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। এই প্রথম নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীর নগর, কৃষি, বুয়েটসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে জেকসান হাইটসে র নবান্ন রেস্টুরেন্ট মিলনায়তনে।
টরেন্টোর বাংলাদেশ কনস্যুলেট, একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পরিষদ আজ ডেনটোনিয়া পার্কের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে । তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক দলসহ বাঙালি কানাডিয়ান নাগরিক, মন্ত্রী ফেডারেল ও প্রাদেশিক পরিষদের সদস্য, টরেন্টো সিটি কর্পোরেশনের মেয়র সহ কাউন্সিলর স্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।