ইউক্রেনে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে ৬ লাখ ৬০ হাজারের বেশি শরণার্থী দেশ ছেড়ে পালিয়েছে।
জেনেভায় জাতিসংঘের শরণার্থী সংস্থার নারী মুখপাত্র শাবিয়া মান্টু সাংবাদিকদের বলেন, গত ছয় দিনে ৬ লাখ ৬০ হাজারের বেশী শরণার্থী ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। খবর এএফপি’র।
শরণার্থীদের সংখ্যা দ্রুত বাড়ছে এবং এই হারে বাড়তে থাকলে পরিস্থিতি এ শতাব্দীতে ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটে পরিণত হতে পারে।