ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পরপরই নিখোঁজ হয়েছে একটি বিমান। শনিবার জাকার্তার সুকর্নো-হাত্তা বিমানবন্দর থেকে ৫৯ যাত্রী নিয়ে উড্ডয়নের পর শ্রি বিজয়া এয়ারের বোয়িং ৭৩৭-৫০০ বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটি বোর্নিও দ্বীপের ওয়েস্ট কালিমানতান প্রদেশের পনতিয়ানাক যাচ্ছিল বলে জানান ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাবতি।
তিনি জানান, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে বিমানটি নিখোঁজ হয়েছে
বিমানটির নিখোঁজ হওয়ার পরিপ্রেক্ষিতে শ্রি বিজয়া এয়ার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ফ্লাইটটি সম্পর্কে বিস্তারিত তথ্য অনুসন্ধান করছে।
এদিকে ইন্দোনেশিয়ান সংবাদপত্র রিপাবলিকা জানিয়েছে, পাঁচ শিশু ও এক নবজাতকসহ মোট ৫৯ যাত্রী ছিল বিমানটিতে। এছাড়া আরো দুজন পাইলট ও চারজন কেবিন ক্রু বিমানের আরোহী ছিল।
ফ্লাইট অনুসরণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
তবে বিমানটি বিধ্বস্ত হয়েছে কিনা এমন কোনো খবর এখনো পাওয়া যায়নি।