ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভবন ধসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কয়েক হাজার লোক সমাবেশ করেছে। স্থানীয় মিডিয়া সোমবার বলেছে, দুর্ঘটনাস্থল থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
খুজেস্তান প্রদেশের আবাদান শহরের ব্যস্ত রাস্তায় অবস্থিত নির্মাণাধীন ১০ তলা মেট্রোপল ভবনটি গত ২৩ মে ভেঙে পড়ে। বেশ কয়েক বছরের মধ্যে এটি হচ্ছে ইরানের সবচেয়ে মারাত্মক বিপর্যয়ের ঘটনা।
রেড ক্রিসেন্ট জানিয়েছে, সোমবার সকালে ধ্বংসস্তূপের নিচে আরও দুটি মৃতদেহ পাওয়া গেছে। এতে মৃতের সংখ্যা ৩১-এ পৌঁছেছে।
বার্তা সংস্থা ফারস জানিয়েছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রোববার সন্ধ্যায় আবদানের ইমামের আমন্ত্রণে জড়ো হওয়া খুজেস্তানের শোকার্ত বাসিন্দারা কান্নায় ভেঙে পরে। সরকার রোববার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।
প্রাদেশিক গভর্ণর রোববার বলেছেন, দুর্যোগে মোট ৩৮ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার রাত থেকে আবাদানে প্রতিবাদ হতে দেখা গেছে। নাগরিকরা স্থানীয় কর্মকর্তাদের বিচারের দাবি জানিয়েছে।
এই ভবন ধসের ঘটনায় আবাদানের মেয়র ও দুই সাবেক মেয়রসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ইরানের ইসফাহান ও ইয়াজদ নগরীতেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।