আন্তর্জাতিক ডেস্ক : সর্বশেষ পাওয়া তথ্যমতে ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। সেই সঙ্গে পপুলার ভোটেও রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন।
ফক্স নিউজের সর্বশেষ জরিপ অনুসারে, ৬ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ৮৯৮ টি পপুলার ভোট পেয়েছেন জো বাইডেন। যা মোট ভোটের ৫০ শতাংশ। অপরদিকে, ট্রাম্পের পক্ষে আসা মোট পপুলার ভোটের সংখ্যা ৬ কোটি ৬৩ লাখ ৩৪ হাজার ৬৬৮টি ভোট। যা মোট ভোটের ৪৮ দশমিক ৪ শতাংশ।
যদিও শুধু পপুলার ভোট দিয়েই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ নেই। বিজয়ী হতে প্রার্থীকে ২৭০টি ইলেকটরাল ভোট পেতে হবে। ৭৪ বছর বয়সী ডনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচনে পরাজয় এড়াতে লড়ছেন। সর্বশেষ ১৯৯২ সালে জর্জ এইচডব্লিউ বুশ দ্বিতীয় দফা নির্বাচনে হেরে গিয়েছিলেন।
ফক্সনিউজের জরিপে জানানো হয়েছে, এখন পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৩৮ ইলেক্টোরাল ভোট আর অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৩ টি ইলেক্টোরাল ভোট। এতে বাইডেনের প্রেসিডেন্ট পদ নিশ্চিত করতে দরকার আর ৩২ টি ইলেক্টোরাল ভোট।
মঙ্গলবার দিবাগত রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, আমরা শুধু জিতিনি, বড়ো ব্যবধানে জিতেছি। আমরা বড়ো উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছি। অপরদিকে নির্বাচনী রাতে ডেলাওয়ারের উইলমিংটনে এক বক্তৃতায় জো বাইডেন বলেন, আমরা জয়ের পথে রয়েছি বলে আমরা বিশ্বাস করি। সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।