নিজস্ব প্রতিবেদক : সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদ।
বুধবার দুপুরে আনিসুল করিমের গাজীপুরের বাসায় গিয়ে এ কথা জানান ডিসি হারুন। এসময় তিনি নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা ও সহমর্মিতা জানান। গাজীপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ডিসি হারুন অর রশীদ বলেন, চিকিৎসা নিতে গিয়ে হাসপাতাল কর্মীদের মারধরের পর এএসপি আনিসুল করিমের মৃত্যু হয়। এ ঘটনায় গ্রেফতারদের বুধবার থেকে রিমান্ড শুরু করা হবে। তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।