দূরবীণ ডেস্ক: আমার ভাইয়ের রক্তে রাঙানো ,, একুশে ফেব্রুয়ারি ,, আমি কী ভুলিতে পারি,,। অপমানে সেদিন তুমি ,, ঝলসে উঠেছিলে , দুঃখিনি বর্ণমালা,,. ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়,,। ভুলবনা ,, সে একুশে,, ভুলবনা,,।
কেড়ে নিতে চেয়েছিল কারা? ১৯৫২ সালের একুশে রাষ্ট্রভাষা বাংলার দাবীতে মিছিল হচ্ছিল ঢাকার রাজপথে। সেই মিছিল যখন ঢাকা মেডিকেলের সামনে তখন গুলি চালিয়েছিল পাকিস্তানের পুলিশ। এখানেই গুলিবিদ্ধ অবস্থায় ও পরে মারা যান বরকত সালাম, রফিক জব্বার।
সেই থেকে শুরু বাংলাদেশের দিনবদলের পালা। ৫২, ৬২, ৬৬,৬৯,৭০, ৭১,সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মাধ্যমে আজকের বাংলাদেশ। ৩০লক্ষ শহীদ ও ২লক্ষ মা বোনের সম্ভ্রম হানির পর লাল সবুজের বাংলাদেশ। আমার সোনার বাংলা,, আমি তোমায় ভালবাসি ,,।
বাংলাদেশে একুশের প্রথম প্রহর শেষে এখন চলছে প্রভাতফেরি। বিশ্বের বিভিন্ন দেশে বড় শহর নিউইয়র্ক, টরনটো, লন্ডন, পেরিস রোম, কোলকাতা, দুবাই তে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছেন।
দূরবীণ ২৪.কম মহান একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।