জিম লেকার এবং অনিল কুম্বলের পর টেস্ট ক্রিকেটে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট পাওয়ার কৃতিত্ব গড়লেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। তার ১০ উইকেটের কল্যাণে ৩২৫ রানেই ভারতের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে।
২২ বছর আগে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলে। এর আগে ইংলিশ ক্রিকেটার জিম লেকার পৃথিবীর প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট পাওয়ার কৃতিত্ব গড়েছিলেন।
১৫০ বছরের আন্তর্জাতিক টেস্ট ইতিহাসে এই তিন জনই এমন কৃতিত্ব গড়লেন। ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে শুভমন গিলকে ফিরিয়ে শুরুটা করেছিলেন এজাজ। এরপর টেস্টের প্রথম দিনেই পূজারা, বিরাট কোহলিদের সাজঘরের পথ দেখিয়েছিলেন শূন্য রানে। সেদিনই আউট করেছিলেন শ্রেয়াস আয়ারকেও।
দ্বিতীয় দিনে শনিবার (৪ ডিসেম্বর) আরও ধারালো হয়ে উঠেন এজাজ। ভারতের যে ছয় ব্যাটসম্যান আউট হলেন পরে, সবাইকেই আউট করলেন তিনি। শেষটা করলেন ভারতের ১১ নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজকে দিয়ে।
প্রথম ইনিংস শেষে এজাজ প্যাটেলের বোলিং ফিগার দাঁড়ায় ৪৭.৫ ওভারে ১১৯ রান খরচে তুলে নেন ১০ উইকেট।