জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের কৈশোরকালের অংশ নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ গত ২ এপ্রিল ৫৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জাতির। নতুন খবর হলো এবার এর সিক্যুয়াল নির্মাণের পরিকল্পনা করছেন পরিচালক সেলিম খান।
প্রযোজক ও প্রযোজক সেলিম খান জানান, শাপলা মিডিয়ার ব্যানারে টুঙ্গিপাড়ার মিয়া ভাই এসেছে। এখানে বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর দেখানো হয়েছে। এরপর আমরা এটির সিকুয়্যাল আনছি। এটার নাম ‘মুজিব ভাই’। এখানে বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোরের পরের অংশ দেখানো হবে। এখন চলছে ছবির চিত্রনাট্যের কাজ।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় ১০২ জনের মৃত্যু, শনাক্ত ৪ হাজার ৬৯৮
তিনি জানান, প্রথমটির মতো দ্বিতীয় কিস্তিতেও প্রার্থনা ফারদিন দীঘি এবং শান্ত খানকে দেখা যাবে। আগের শিল্পীদের মধ্যে অল্পকিছু পরিবর্তন আসবে। চলতি বছরের শেষে ‘মুজিব ভাই’ ছবিটির শুটিং শুরু হবে। এটি বঙ্গবন্ধুর জন্মদিনে মুক্তি দেওয়ার চিন্তা আছে।
প্রসঙ্গত, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমা হলের পাশাপাশি অ্যাপেও দেখার ব্যবস্থা করে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এমনকি স্কুল কলেজে প্রদর্শনের জন্য নির্দেশ দিয়েছে সরকার।