1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 24, 2025, 9:04 am

এবার খলনায়ক জিৎ!

  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ১৬, ২০২১
  • 267 বার পঠিত

পঞ্চমীতে কলকাতায় মুক্তি পেয়েছে জিৎ অভিনীত সিনেমা ‘বাজি’। দশমীতে সিনেমাটি মুক্তি পেয়েছে বাংলাদেশে। সারা দেশের ৪৩টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এ সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী।

পূজায় সাধারণ সিনেমায় মুক্তি দেন না জিৎ। অঘোষিত নিয়ম হিসেবে ঈদে মুক্তি পায় তার সিনেমা। আর পূজা থেকে দেবের দখলে। কিন্তু করোনা বদলে দিয়েছে সব। ঈদে হল বন্ধ থাকায় পূজায় ‘বাজি’ মুক্তি দিয়েছেন জিৎ।

মুক্তির পর প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে সিনেমাটি। এরই মধ্যে নিজের নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন এ সুপারস্টার। শনিবার (১৬ অক্টোবর) সকালে নিজের ইনস্টাগ্রামে নতুন সিনেমার পোস্টার শেয়ার করেছেন জিৎ। তা থেকে জানা যায়, জিতের নতুন সিনেমার নাম ‘রাবণ’।

পোস্টারে জিতের লুক নজর কেড়ে নেটিজেনদের। পোস্টারে ভিন্ন লুকে দেখা গেছে জিতকে। বেশ চমকে দিয়েছেন তিনি। লম্বা চুলের সঙ্গে মোটা গোঁফ। গাল ভর্তি দাঁড়ি আর ভ্রুতে কাটা দাগে দেখা গেছে জিতকে। তার চোখের মণিতেও ভিন্ন পাওয়া গেছে। একটি মণির রং বাদামী আর আরেকটি লাল।

জানা গেছে, ‘রাবণ’ সিনেমায় হিরো ইমেজ থেকে বেরিয়ে এসেছেন জিৎ। নেগেটিভ চরিত্রে দেখা যাবে তাকে! সিনেমাটি পরিচালনা করবেন এমএন রাজ। তিনি রাজা চন্দের সহকারী হিসেবে কাজ করেছেন। পরিচালক হিসেবে এটি তার প্রথম সিনেমা।

অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করবেন জিৎ। শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে পোস্টার প্রকাশের পর জিতকে শুভেচ্ছা জানিয়েছেন তারকাদের অনেকে। ইনস্টাগ্রামে কমেন্টস করেছে শুভেচ্ছা জানিয়েছেন রুক্মিণী মৈত্র, এনা সাহা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park