নিজস্ব প্রতিবেদক: এবার সিলেটে পাঁচ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায় ওই নারীর বাসায় ঢুকে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার জানান, গত শনিবার সন্ধ্যা ৭টার দিলে শামীমাবাদ আবাসিক এলাকার ভুক্তভোগীর বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে অভিযুক্ত প্রধান আসামি ও এতে সহযোগিতা করেন কয়েকজন।
তিনি আরও জানান, ঘটনার পর ওইরাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হন ভুক্তভোগী।
এই পুলিশ কর্মকর্তা বলেন,‘ভুক্তভোগীর পরিবার গতকাল কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই লিখিত অভিযোগের সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেলোয়ার ও তার সহযোগী হারুনকে গ্রেপ্তার করা হয়।’
মামলার আরেক আসামি এখনো পলাতক আছেন এবং গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।