তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের এমপি মানু মজুমদারকে এলাকা ছাড়তে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
এলাকা ছাড়ার অনুরোধ জানিয়ে শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল লতিফ শেখ স্বাক্ষরিত একটি চিঠি এমপি মানুর কাছে পাঠানো হয়েছে।
চিঠি রাতে পৌঁছালেও শনিবার (২৭ নভেম্বর) দুপুর পর্যন্ত এমপি মানু মজুমদার এলাকায় রয়ে গেছন নাকি এলাকা ছেড়েছেন তা জানা যায়নি। এ ব্যাপারে কথা বলতে মানু মজুমদারের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় একটি সূত্র জানায়, পলাশ কান্তি বিশ্বাস নামে এমপি মানু মজুমদারের শ্যালক নৌকা প্রতীক নিয়ে কলমাকান্দা উপজেলা সদর ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমপি মানুর অবস্থান জানতে দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এমপি এলাকায় নেই। অন্যদিকে সংসদীয় আসন ও এমপির বাড়ি এলাকা কলমাকান্দা থানায় জানতে মুঠোফোনে কল দিলে তিনি ফোনটি রিসিভ করেনি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সাংসদ মানু মজুমদারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করে।