ওয়েস্ট ইন্ডিজকে ধরাশায়ী করল পাকিস্তান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই উড়ছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকেও ধরাশায়ী করল তারা।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার (১৩ ডিসেম্বর) পাকিস্তানের কাছে পাত্তাই পেল না সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে ৬৩ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।
টস হেরে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ পায় পাকিস্তান। আর তারপরই রিজওয়ান-নওয়াজদের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ২০০ রানের বড় সংগ্রহ পায় বাবর বাহিনী।
যদিও বাংলাদেশ সিরিজের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচেও ব্যর্থ অধিনায়ক বাবর আজম। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন পাক এই অধিনায়ক ব্যাটার। এছাড়া ফখর জামানও ১০ বলে মাত্র ১০ করে ফিরে যান। দলীয় ৩৫ রান পূর্ণ করতেই মূল্যবান দুটি উইকেট হারায় স্বাগতিকরা।
তবে এমন পরিস্থিতি থেকেই দলকে টেনে তোলেন রিজওয়ান-নওয়াজরা। ফর্মের তুঙ্গে থাকা রিজওয়ান ৫২ বলে ৭৮ রান করে শেফার্ডের বলে আউট হন। ইনিংসে ১০টি চার হাঁকান, যদিও ছক্কা মারেননি একটিও। এছাড়া ঝড় তোলেন হায়দার। তিনি করেন ৩৯ বলে ৬৮ রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২০০ রান করে পাকিস্তান।
দাপুটে ব্যাটিংয়ের পর বল হাতেও ওয়াসিম, শাদাবরা ছড়ি ঘোরান। ওয়াসিম চারটি, শাদাব তিনটি এবং শাহীন ও নওয়াজরা একটি করে উইকেট শিকার করেন।
সফরকারীরা অলআউট হয় মাত্র ১৩৭ রানে। অর্থাৎ হারতে হয়েছে ৬৩ রানের বড় ব্যবধানে।
যদিও সিরিজ শুরুর আগে থেকেই চোটের কারণে ছিটকে যান ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড। এছাড়া সিরিজ শুরুর মাত্র একদিন আগে করোনার কারণে আরও তিন ক্রিকেটারকে হারায় দলটি। শেলডন কটরেল, কাইল মায়ার্স, রস্টোন চেজ এবং টিম ম্যানেজমেন্টের নাম না জানা একজন।
জানা গেছে, বর্তমানে তারা আইসোলেশনে আছেন। ১০ দিন পিসিআর টেস্টে নেগেটিভ ফল আসা সাপেক্ষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা।
তবে টি-টোয়েন্টি সিরিজ তো বটেই, গোটা সিরিজেই তাদের পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আর তাই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে খেলতে এসে মাঠের লড়াইয়ে নামার আগেই বড় ধাক্কা খেল দলটি।