দূরবীন অনলাইন ডেস্ক : করোনায আক্রান্ত মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রেখেছে ওয়ালটার রিড সামরিক বাহিনীর হাসপাতালে । তাকে রেমডিসিভি ঔষধ দেয়া হযেছে। একটি বিশেষ কক্ষে থেকে কাজ করার ব্যাবস্থা করা হযেছে।
টুইটারে মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড নিজেকে ভালো বোধ করছেন বলে জানিয়েছেন । তার চিকিৎসক শন কোনলি বলেছেন, ট্রাম্প ৭ থেকে ১০ দিন হাসপাতালে থাকতে হতে পারে ।
তাকে রেজনারিন এনটিবডি ককটেল ডোজ দেয়া হযেছে তবে অক্সিজেন লাগেনি । ট্রাম্পের নির্বাচনী পরামর্শক ইসটিপিযেন সহ মোট ৬ জনের করোনা টেস্ট পজিটিভ এসেছে । এর আগে গত শুক্রবার সকালে ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেযা হয়।