1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
September 25, 2023, 2:01 pm
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম সমিতি কানাডার মেজবানে জনতার ঢল জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রদত্ত প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ভোটে হস্তক্ষেপ নয়, যুক্তরাষ্ট্রের লক্ষ্য জনগণকে নেতা নির্বাচন করতে দেওয়া : হাস প্রধানমন্ত্রী আজ জাতিসংঘে প্রদত্ত ভাষণে রোহিঙ্গা, জলবায়ু প্রসঙ্গ তুলে ধরবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক নির্বাচন জমজমাট নির্বাচনে পরাজিত হবার ভয়ে বিএনপি সকাল বিকাল ভিন্ন সুরে কথা বলে, আওয়ামী লীগই জিতবে: ড. হাছান মুজিব:একটি জাতির রূপকার ছবির প্রদর্শনীতে টরেন্টোয় তোলপাড় মুজিব:একটি জাতির রূপকার ছবির প্রদর্শনীতে টরেন্টোয় তোলপাড় জনগণের ভোটাধিকার নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

করোনার নতুন রূপ :বিশ্বজুড়ে প্রলয় নাচন যুক্তরাজ্য বিচ্ছিন্ন

  • প্রকাশিত : মঙ্গলবার, ডিসেম্বর ২২, ২০২০
  • 366 বার পঠিত
হিথ্রো বিমান বন্দর

মোশাররফ হোসেন : করোনা এবার নতুন রূপে আবির্ভুত। বিশ্বজুড়ে শুরু হয়েছে প্রলয় নাচন । অনেকটা নাগিনি সাপের খেলা, হেলিয়া দুলিয়া নাচে..। ঝড়োগতিতে ছড়িয়ে পড়ছে । করোনার ঢেউয়ে যুক্তরাজ্য আকাশ , জল ও স্থল পথ বিচ্ছিন্ন । মহাসতর্কতা চলছে সারা বিশ্বে ।

অনুজীবাণু করোনা যাকে খালি চোখেদেখা যায়না । তাকে পরাজিত করতে জীবাণুবিজ্ঞানীদের ঘুম হারাম । বিশ্ব পরাশক্তি জীবনয়ুদ্ধে এখনো জয়লাভ করেনি ।

টিকা প্রয়োগ শুরুর পর করোনা তার কৌশল পরিবর্তন করে আক্রমন শুরু করেছে । মহাযুদ্ধ চলছে । এ পর্যন্ত মারা গেছে ১৬ লক্ষ ৯৯ হাজার ৬০০ জন। আক্রন্ত হয়েছে ৭ কোটি ৭১ হাজার ৭২ জন । এটা বাড়ছে ঝড়ো গতিতে ।

যুক্তরাজ্য বিচ্ছিন্ন :এই যখন অবস্থা তখন উত্তর আমেরিকা , ইউরোপ , অষ্ট্রেলিয়া, এশিয়া , মধ্যপ্রাচ্য ,আফ্রিকাসহ বিশ্বজুড়ে মহাসতর্কতার প্রথম পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্যের সংঙ্গে সকল বিমান যোগাযোগ ৩ দিনের জন্য স্থগিত করেছে । ফেরানসে রাতে কারফিউ দেয়া হয়েছে । ইতালি , বেলজিয়াম, জার্মানী ,নেদারল্যানড যুক্তরাজ্যের সংঙ্গে  জল ও স্থল পথে যাতায়াত বন্ধ রেখেছে ।

এয়ার কানাডা যুক্তরাজ্যে যাতায়াতকারি সকল বিমান তিনদিন  স্থগিত করেছে । ২৫ ডিসেম্বর যীশুখিষ্ট্রের জন্মদিন উপলক্ষ্যে শীতকালীন ছুটিতে ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশের মানুষ বেড়াতে যান । যুক্তরাজ্যে করোনার নতুন ঢেউ আছড়ে পড়ার পর বিমান স্থগিত হওয়ায় সকল প্রকারের ভ্রমণ লন্ডভন্ড হয়ে গেছে ।

কানাডায় দ্বিতীয় লকডাউন :অপরদিকে কানাডা যুক্তরাজ্যে বিমানে ভ্রমণ তিনদিন স্থগিতের পাশাপাশি নিজ দেশে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করেছে । আজ সবচেয়ে বড় রাজ্য অন্টারিওতে প্রথম দফা লকডাউন শেষ হবার পর শীতকালীন ছুটিতে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার । এতে করে ২৬ ডিসেম্বর থেকে এলাকা ভিত্তিতে ভিন্ন মেয়াদে তা যথাক্রমে ১৪ ও ২৮ দিন কার্যকর থাকবে । টরন্টো ও রাজধানী অটোয়ায় কড়া নিষেধাজ্ঞা দেয়া হয়েছে । সব স্কুল ২৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে । যদিও শীতকালীন ছুটি শুরু হয়েছে । এর পেছনে কারণ হচ্ছে গেল দুই
সপ্তাহে ১ লক্ষ করোনা সংক্রমন । কুইবেক , আলবার্টা , ব্রিটিশ কলাম্বিয়া ,নর্দান টেরিটরি , নোভো স্কোশিয়া , নুনাভাট , নিউফাউন্ডল্যান্ড, মেনিটোবা সর্বত্র করোনার প্রকোপ বেড়েছে ।

এজন্য করোনা টিকা ফাইজার -বায়োএনটেক প্রয়োগ শুরু হয়েছে । মডার্নাার চিকা পৌছে যাবে চলতি সপ্তাহে । চুক্তি আছে অক্সফোর্ড, জনসন অ্যান্ড  জনসন , সানোফিসহ বিশ্বের সেরা টিকা প্রস্তুতকারি প্রতিষ্ঠানের সথে । হাসপাতালগুলো তৈরি করে রাখা হয়েছে টিকা প্রদানের জন্য  ।অগ্রাধিকারভিত্তিতে সম্মুখসারির সেবাদানকারির পর বয়স্কদের দেয়া হবে টিকা ।

যুক্তরাষ্ট্রে টিকা দেয়া শুরু : নির্বাচিত রাষ্ট্র জো বাইডেন ডেলাওয়ারেতে টিকা দিয়েছেন আজ । ফাইজার বায়োএনটেকের টিকা দেয়ার পাশাপাশি নিজ দেশের মডার্নার টিকা প্রয়োগ করা হবে । সংক্রমন ও মৃতের হারে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র । তারপর ভারত ,ব্রাজিল ,রাশিয়া , মেক্সিকো ,যুক্তরাজ্য , ইতালি।

বাংলাদেশে টিকা আসছে : বাংলাদেশে গ্যাভির ৬ কোটি ডোজ টিকা আসছে জুন মাসের মধ্যে । এ তথ্য জানিয়ে মন্ত্রীপরিষদ সচিব বলেছেন , তবে তার আগে অ্যাস্ট্রাজেনকার টিকা পাবে বাংলাদেশ । ভারতের সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে ৩ কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ । এটা দরিদ্র  মানুষকে বিনামূল্যে দেয়া হবে ।

অষ্ট্রেলিয়া সিডনি লকডাউন : অষ্ট্রেলিয়ার  সিডনি এখন লকডাউনে । সিডনি হারবারের ওপারে প্রশান্ত মহাসাগর তীর মেনলি এলাকায় ৭০জন করোনা পজিটিভ জানার পর নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকার লকডাউন ঘোষনা করেছে ।সিডনির বাসিন্দারা  অন্য রাজ্যে গমনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে । পাশাপাশি অষ্ট্রেলিযা যুক্তরাজ্যের সংঙ্গে বিমান যাতায়াত স্থগিত করেছে ।

 কোন টিকার মূল্য কতঃ অক্সফোর্ডের  অ্যাস্ট্রাজেনকা ১.৭৮ ডলার ,জনসন ৮.১০ ডলার ,সানোফি ৭.৫৬ ডলার , ফাইজার বায়োএনটেক ১২ ইউরো ,ক্রিয়েভ্যাক ১০ ইউরো ,মডার্না ১৮ ডলার । এ পাইপলাইনে রয়েছে ইউরোপ ,চীন ,রাশিয়ার আরও অনেকে ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2017 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park