1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
October 15, 2024, 4:39 pm

করোনার নতুন রূপ :বিশ্বজুড়ে প্রলয় নাচন যুক্তরাজ্য বিচ্ছিন্ন

  • প্রকাশিত : মঙ্গলবার, ডিসেম্বর ২২, ২০২০
  • 437 বার পঠিত
হিথ্রো বিমান বন্দর

মোশাররফ হোসেন : করোনা এবার নতুন রূপে আবির্ভুত। বিশ্বজুড়ে শুরু হয়েছে প্রলয় নাচন । অনেকটা নাগিনি সাপের খেলা, হেলিয়া দুলিয়া নাচে..। ঝড়োগতিতে ছড়িয়ে পড়ছে । করোনার ঢেউয়ে যুক্তরাজ্য আকাশ , জল ও স্থল পথ বিচ্ছিন্ন । মহাসতর্কতা চলছে সারা বিশ্বে ।

অনুজীবাণু করোনা যাকে খালি চোখেদেখা যায়না । তাকে পরাজিত করতে জীবাণুবিজ্ঞানীদের ঘুম হারাম । বিশ্ব পরাশক্তি জীবনয়ুদ্ধে এখনো জয়লাভ করেনি ।

টিকা প্রয়োগ শুরুর পর করোনা তার কৌশল পরিবর্তন করে আক্রমন শুরু করেছে । মহাযুদ্ধ চলছে । এ পর্যন্ত মারা গেছে ১৬ লক্ষ ৯৯ হাজার ৬০০ জন। আক্রন্ত হয়েছে ৭ কোটি ৭১ হাজার ৭২ জন । এটা বাড়ছে ঝড়ো গতিতে ।

যুক্তরাজ্য বিচ্ছিন্ন :এই যখন অবস্থা তখন উত্তর আমেরিকা , ইউরোপ , অষ্ট্রেলিয়া, এশিয়া , মধ্যপ্রাচ্য ,আফ্রিকাসহ বিশ্বজুড়ে মহাসতর্কতার প্রথম পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্যের সংঙ্গে সকল বিমান যোগাযোগ ৩ দিনের জন্য স্থগিত করেছে । ফেরানসে রাতে কারফিউ দেয়া হয়েছে । ইতালি , বেলজিয়াম, জার্মানী ,নেদারল্যানড যুক্তরাজ্যের সংঙ্গে  জল ও স্থল পথে যাতায়াত বন্ধ রেখেছে ।

এয়ার কানাডা যুক্তরাজ্যে যাতায়াতকারি সকল বিমান তিনদিন  স্থগিত করেছে । ২৫ ডিসেম্বর যীশুখিষ্ট্রের জন্মদিন উপলক্ষ্যে শীতকালীন ছুটিতে ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশের মানুষ বেড়াতে যান । যুক্তরাজ্যে করোনার নতুন ঢেউ আছড়ে পড়ার পর বিমান স্থগিত হওয়ায় সকল প্রকারের ভ্রমণ লন্ডভন্ড হয়ে গেছে ।

কানাডায় দ্বিতীয় লকডাউন :অপরদিকে কানাডা যুক্তরাজ্যে বিমানে ভ্রমণ তিনদিন স্থগিতের পাশাপাশি নিজ দেশে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করেছে । আজ সবচেয়ে বড় রাজ্য অন্টারিওতে প্রথম দফা লকডাউন শেষ হবার পর শীতকালীন ছুটিতে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার । এতে করে ২৬ ডিসেম্বর থেকে এলাকা ভিত্তিতে ভিন্ন মেয়াদে তা যথাক্রমে ১৪ ও ২৮ দিন কার্যকর থাকবে । টরন্টো ও রাজধানী অটোয়ায় কড়া নিষেধাজ্ঞা দেয়া হয়েছে । সব স্কুল ২৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে । যদিও শীতকালীন ছুটি শুরু হয়েছে । এর পেছনে কারণ হচ্ছে গেল দুই
সপ্তাহে ১ লক্ষ করোনা সংক্রমন । কুইবেক , আলবার্টা , ব্রিটিশ কলাম্বিয়া ,নর্দান টেরিটরি , নোভো স্কোশিয়া , নুনাভাট , নিউফাউন্ডল্যান্ড, মেনিটোবা সর্বত্র করোনার প্রকোপ বেড়েছে ।

এজন্য করোনা টিকা ফাইজার -বায়োএনটেক প্রয়োগ শুরু হয়েছে । মডার্নাার চিকা পৌছে যাবে চলতি সপ্তাহে । চুক্তি আছে অক্সফোর্ড, জনসন অ্যান্ড  জনসন , সানোফিসহ বিশ্বের সেরা টিকা প্রস্তুতকারি প্রতিষ্ঠানের সথে । হাসপাতালগুলো তৈরি করে রাখা হয়েছে টিকা প্রদানের জন্য  ।অগ্রাধিকারভিত্তিতে সম্মুখসারির সেবাদানকারির পর বয়স্কদের দেয়া হবে টিকা ।

যুক্তরাষ্ট্রে টিকা দেয়া শুরু : নির্বাচিত রাষ্ট্র জো বাইডেন ডেলাওয়ারেতে টিকা দিয়েছেন আজ । ফাইজার বায়োএনটেকের টিকা দেয়ার পাশাপাশি নিজ দেশের মডার্নার টিকা প্রয়োগ করা হবে । সংক্রমন ও মৃতের হারে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র । তারপর ভারত ,ব্রাজিল ,রাশিয়া , মেক্সিকো ,যুক্তরাজ্য , ইতালি।

বাংলাদেশে টিকা আসছে : বাংলাদেশে গ্যাভির ৬ কোটি ডোজ টিকা আসছে জুন মাসের মধ্যে । এ তথ্য জানিয়ে মন্ত্রীপরিষদ সচিব বলেছেন , তবে তার আগে অ্যাস্ট্রাজেনকার টিকা পাবে বাংলাদেশ । ভারতের সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে ৩ কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ । এটা দরিদ্র  মানুষকে বিনামূল্যে দেয়া হবে ।

অষ্ট্রেলিয়া সিডনি লকডাউন : অষ্ট্রেলিয়ার  সিডনি এখন লকডাউনে । সিডনি হারবারের ওপারে প্রশান্ত মহাসাগর তীর মেনলি এলাকায় ৭০জন করোনা পজিটিভ জানার পর নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকার লকডাউন ঘোষনা করেছে ।সিডনির বাসিন্দারা  অন্য রাজ্যে গমনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে । পাশাপাশি অষ্ট্রেলিযা যুক্তরাজ্যের সংঙ্গে বিমান যাতায়াত স্থগিত করেছে ।

 কোন টিকার মূল্য কতঃ অক্সফোর্ডের  অ্যাস্ট্রাজেনকা ১.৭৮ ডলার ,জনসন ৮.১০ ডলার ,সানোফি ৭.৫৬ ডলার , ফাইজার বায়োএনটেক ১২ ইউরো ,ক্রিয়েভ্যাক ১০ ইউরো ,মডার্না ১৮ ডলার । এ পাইপলাইনে রয়েছে ইউরোপ ,চীন ,রাশিয়ার আরও অনেকে ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park