করোনার ভাইরাসের ভ্যাকসিনে শুকর নিঃসৃত জেলাটিন ব্যবহার করলেও তা প্রয়োগে অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামিক কর্তৃপক্ষ ফতোয়া কাউন্সিল।
মঙ্গলবার ফতোয়া কাউন্সিল এই অনুমোদন দেওয়া হয়।
ফতোয়া কাউন্সিলের চেয়ারম্যান শেখ অবদাল্লাহ বিন বায়াহ জানিয়েছেন, শুকরজাত পণ্যকে ইসলাম ধর্মে নিষিদ্ধ ঘোষণা করা হলেও ‘মানবদেহ রক্ষার’ স্বার্থে এই ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। কাউন্সিলের মতে, শুকরের জেলাটিন ওষুধ হিসেবে গ্রহণ করা হবে, খাদ্য হিসেবে নয়।