অনলাইন নিউজ ডেস্ক: সারাদেশে করোনাভাইরাসে এ পর্যন্ত ৪ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ মৃত্যুবরণ করেছেন তিন হাজার ২৪২ (৭৮ দশমিক ৫৬ শতাংশ) এবং নারী ৮৮৫ জন (২১ দশমিক ৪৪ শতাংশ)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, করোনায় মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৯৯০ জন (৪৮ দশমিক ২২ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ৯০৮ (২২ শতাংশ), রাজশাহী বিভাগে ২৭৭ (৬ দশমিক ৭১ শতাংশ), খুলনা বিভাগে ৩৪০ (৮ দশমিক ২৪ শতাংশ), বরিশাল বিভাগে ১৫৯ (৩ দশমিক ৮৫ শতাংশ), সিলেট বিভাগে ১৮৭ (৪ দশমিক ৫৩ শতাংশ), রংপুর বিভাগে ১৭৭ (৪ দশমিক ২৯ শতাংশ) ও ময়মনসিংহে ৮৯ জন (২ দশমিক ১৬ শতাংশ)।
বিভাগওয়ারি পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় মোট মৃত ৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে একজন এবং রংপুর বিভাগের ছয়জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৯১টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫০১টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৪৩৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ চার হাজার ৫৮৩ জনে।