কাতার বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আগামীকাল রোববার (২০ নভেম্বর ২০২২)। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ২২তম বিশ্বকাপ ফুটবলের। অনুষ্ঠান চলবে টানা ৪৫ মিনিট। উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে বাংলাদেশ সময় ওইদিন রাত ৮টায়।
ওইদিন রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কাতার। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপের এই আসর। সেজন্য প্রস্তুত কাতারের পাঁচ শহরের আট স্টেডিয়াম। এবারের আসরে ৩২ দলের অংশগ্রহণে সর্বমোট ম্যাচ হবে ৬৪টি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। আগামী ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। এ ছাড়া ২৭ নভেম্বর রাত ১টায় মেক্সিকো এবং ১ ডিসেম্বর একই সময়ে পোল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
অন্যদিকে, ব্রাজিল রয়েছে ‘জি’ গ্রুপে। আগামী ২৫ নভেম্বর রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে নেইমার-ভিনিসিউসরা। এ ছাড়া, ২৮ নভেম্বর রাত ১০টায় সুইজারল্যান্ড ও ৩ ডিসেম্বর রাত ১টায় ক্যামেরুনের বিপক্ষে খেলবে তিতের শিষ্যরা। ইতোমধ্যে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পরেছে বাংলাদেশের মাঠে-ঘাটে। সমর্থকেরা প্রিয় দলের জার্সি কিনছেন, বাড়ির ছাদে-ছাদে ওড়ছে পতাকা৷