মোশাররফ হোসেন: জরুরি অবস্থা ঘোষণা করে কানাডা পার্লামেন্ট ভবনের পাশে টিকা বিরোধীদের ১৫দিন অবস্থান সরিয়ে দিযেছে অটোয়া পুলিশ ও আর সি এমপি।
এখন জরুরি অবস্থা ঘোষণা করা আইন নিয়ে কানাডা সংসদে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে বলেন, সরকার টিকা বিরোধীদের অবস্থান সরাতে জরুরি অবস্থার মত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে সংসদ বসেছে।
জনদূর্ভোগ লাঘবে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। কানাডার নাগরিক অধিকার হরণ করা হয়নি। কথা বলার অধিকার ও বহাল আছে। এজন্যই সংসদ বসেছে। তবে আইন ভংগ করে সড়ক, মহাসড়ক, সীমান্ত, সেতু অবরোধ কামমো ন। এটা নাগরিক অধিকার এর নামে বেআইনি তৎপরতা।
পুলিশ ও আর সি এমপি আইন অনুযায়ী সকল অবরোধ সরিয়ে স্বাভাবিক চলাচল নিশ্চিত করছে।
তিনি বলেন, জরুরি অবস্থা চলছে এটা চলবে। নাগরিকদের অধিকার নিশ্চিত রেখে ই চলবে। তবে কোন রকমের অবৈধ ও বেআইনি তৎপরতা চলবেনা।
সংসদে এ নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। জননিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় রক্ষা করতে সরকার সব পদক্ষেপ গ্রহণ করবে বলে জাস্টিন ট্রুডো সংসদে অবহিত করেন ।