মোশাররফ হোসেন: কানাডার ফেডারেল নির্বাচন ২০সেপ্টেম্বর। এটা ৪৪তম নির্বাচন । গত ১৬আগস্ট গবর্ণর জেনারেল মেরি সাইমানের সাথে রিদু হলে দেখা করে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চলতি সংসদ বিলুপ্ত করার অনুরোধ জানান। এরপর গবর্ণর জেনারেল উক্ত ঘোষণা দেন।
এদিকে টরনটোয ক্ষমতাসীন লিবারেল পার্ট, কনজারভেটিভ পার্টি, এনডিপি ,গিরিণ পার্টিসহ সকল দল নির্বাচনী প্রচারণা শুরু করেছে অন্টারিওর টরনটোয়।
এরপর অন্যান্য রাজজে সফর করছেন,লিবারেল পার্টি নেতা জাস্টিন ট্রুডো, এনডিপির জগমিৎ সিং,কনজারভেটিভ পার্টি নেতা এরিন ও’ তুলি, গ্রীন পার্টি সহ সকল দলের নেতৃবৃন্দ ।
ট্রুডো নির্বাচনী প্রচারণা শুরুর আগে মিডিয়াকে বলেন, করোনার বিপর্যয় কাটিয়ে কানাডাকে সঠিক পথে এগিয়ে নিতে সংখ্যাগরিষ্ঠ সরকার দরকার। দেশের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার জন্য এটা জরুরি। তাই যথাসময়ে ফেডারেল নির্বাচন করার উদ্যোগ নিয়েছে সরকার। ২০১৫ সালে নির্বাচিত হওয়ার পর ট্রুডো সরকার ২০১৯ সালেও নির্বাচিত হয়। তবে তা ছিল সংখ্যা লঘু সরকার।