মোশাররফ হোসেন: কানাডার ১৫৪তম বার্ষিকী ১জুলাই সন্ধ্যায আতশবাজি তে সীমাবদ্ধ ছিল। বরং টরনটোয ইস্কুল ছাত্রদের গনকবর আবিষ্কারের পর তাদের সরণে শোভাযাত্রা হয়েছে।
করোনায় সংক্রমণ বেড়ে যাবার সতর্কতা অবলম্বন করে অন্টারিও প্রদেশে র সরকার, সিটি করপোরেশনের মেয়র কানাডা ডে শোভাযাত্রা আগেই বাতিল করে দেয় । এ কারণে রাতে তরুণ প্রজন্ম আতশবাজির খেলাতে মেতেছিল । অটোয়াতে সীমিত পরিসরে শোভাযাত্রা বের করা হয় ।
অন্যান্য রাজজে এ দিনে বড়ো কোন অনুষ্ঠানের খবর পাওয়া যাযনি। বরং ব্রিটিশ কলাম্বিয়া র লিটন গ্রামে দাবানলের পর কানাডা জুড়ে ৩০ থেকে ৪০✝︎ তাপমাত্রায় জনজীবনেদুর্ভোগ বেড়ে গেছে । আলবার্টা, সাসকাচুযানে রেড এলার্ট দেযা হযেছে। ক্যালগেরি ,এডমনটন, উইনিপিগে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে ।