নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের কামারখন্দে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিলুপ্ত প্রায় লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বড়কুড়া দক্ষিণপাড়া গ্রামের মাঠে বাদ্যের তালে লাঠিখেলা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ লাঠি খেলা উপভোগ করেন।
লাঠি খেলা দলের প্রধান আবু বক্কার জানান, লাঠিখেলার মধ্যে বানোটি, নরি, লাঠি, ওস্তাদি, সরগি, সারসি, বালা, ঢেকিসহ বিভিন্ন ধরনের খেলা রয়েছে। কিন্তু গ্রাম বাংলার এই খেলা আজ বিলুপ্তির পথে। বাপ দাদারা এই খেলা খেলেই এক সময় জীবিকা নির্বাহ করতেন। তাই জাত পেশা হিসেবে খুব কষ্টে এই খেলা ধরে রেখেছি। সরকার যদি এই খেলার প্রতি সুনজর দেয় তাহলে চিরয়ত এই খেলা টিকেয়ে রাখা সম্ভব হবে।
খেলার আয়োজক আমজাদ হোসেন ও নুর ইসলাম জানান, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এ খেলাকে টিকেয়ে রাখতে ও বর্তমান প্রজন্মকে লাঠি খেলা সম্পর্কে উদ্বুদ্ধ করতে এই খেলার আয়োজন করা হয়েছে।