1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 19, 2025, 9:21 pm

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল, আজ আর নেই…বেলমন্ট স্টেট পার্কে আনন্দ বন্যা

  • প্রকাশিত : সোমবার, জুলাই ২৪, ২০২৩
  • 271 বার পঠিত

মোশাররফ হোসেন: কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই… কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল, আজ আর নেই। মান্নাদের গাওয়া জনপ্রিয় এ গানটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর বনভোজনে দুই শতাধিক সদস্য ও কর্মকর্তা যখন গেয়ে ওঠেন তখন নিউইয়র্কের লংআইল্যান্ড লেক স্টেট পার্কে র প্রকৃতি যেন আনন্দে মেতে ওঠে।

রোববার দিনভর দৌড়, খেলা, গানের সুরে মহিলাদের বালিশ চালনা, যেমন খুশি সাজো, রাফেল ড্র, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও মুখরোচক খাবার মিলে আনন্দ উৎসবে মেতে ওঠে সবাই ।

হবে না কেন! একবার ভাবুন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, টেক্সাস, ডালাস, বোস্টন, নিউ জার্সি, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া মেরিল্যান্ড, নিউইয়র্ক ও কানাডার টরেন্টো থেকে সংগঠনের সদস্যরা যদি যোগ দেন তাহলে তো আবেগে আপ্লুত হবে সবাই। এটাই হয়েছে। সবাই যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে ফিরে গিয়েছিলেন। দাবদাহে অতিষ্ঠ হলেও অনুষ্ঠানে ছন্দ ছিল ।


সকাল সাড়ে নটার পর নিউইয়র্কের ব্রুকলিন থেকে বিলাস বহুল বাস জ্যাকসান হাইটস হয়ে লংআইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কের মাপেল প্যাভিলিয়নে পৌছে যায়। তার আগে নিজ নিজ গাড়িতে ও বিমানে বিভিন্ন রাজ্য থেকে সবাই নিউইয়র্কে পৌছে সকালে মিলনমেলায় যোগ দেন। বোস্টন, নিউ জার্সি থেকে সরাসরি মহাসড়ক ধরে পৌছান। ৫ থেকে ৪০ বছর পরে আপনজনের সঙ্গে দেখা হবার আনন্দ বিষয়টি আলাদা।

সকালে প্রাতরাশ দিয়ে অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর সভাপতি মাহমুদ আহমেদ, সাধারণ সম্পাদক এ এস এম ইকবাল ফারুক, বনভোজনের সমন্য়কারী ও প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জাহাংগীর শাহনাওয়াজ ডিকেনস, আহ্বায়ক দিলওয়ার হাসান, সদস্য সচিব ইয়াসমিন ফাততাহ ঝর্ণা, জমিলা ইলিয়াস চট্টলা.

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিশ্ব ব্যাংকের এর বিকল্প নির্বাহী পরিচালক ( ভারত,ভুটান, শ্রীলিংকা, বাংলাদেশ) ও বাংলাদেশের সাবেক মুখ্যসচিব কায়কাউস আহমেদ। তাকে ফুলেল সম্ভাষণের পর সংগঠনের শুভেচ্ছা স্মারক প্রদান করেন সংগঠনের সভাপতি মাহমুদ আহমেদ ও সাধারণ সম্পাদক এ এস ইকবাল ফারুক।


অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক আমাদের মুখ উজ্জল করেছে। আগামী দিনগুলোতে জাতীয় পর্যায়ে অবদান রাখবে বলে আশা করি।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সহ সভাপতি ও শিল্পী হাসান মাহমুদ ও সদস্য বিষ্ণু গোপ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আধুনিক বাংলা গান পরিবেশন করেন হাসান মাহমুদ, বিষ্ণু গোপ, প্রিয়াংকা, শিবলী সাদিক, ঝর্ণা ফুলু চৌধূরী প্রমুখ ।


নিউইয়র্কের বাইরে থেকে আগত কার্য নির্বাহী কমিটির সদস্য ও অনলাইন দূরবীণ এর সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেন (কানাডা), কাজী এহতেশামুল হক (নিউ জার্সি) জমিলা ইলিয়াস চট্টলা, (বোস্টন), আবু তাহের (ডালাস) এটর্নি খায়রুল বাসার বাদল, জনাব মোসাদদেক শুভেচ্ছা বক্তব্য দেন ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park