1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 17, 2025, 3:41 pm

কোনো কর্মকর্তা কথা না শুনলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে: সিইসি

  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
  • 15 বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দীন বলেছেন, কমিশনের নির্দেশনা পালনে কোনো কর্মকর্তা অবহেলা করলে বা কথা না শুনলে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। ১৬ লাখ মৃত মানুষ ভোট দিতো। ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা কোনো রাজনীতির মধ্যে নেই। আমরা একটা পারফেক্ট ভোটার লিস্ট দিতে কাজ করে যাচ্ছি। 

রোববার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যলয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, এখন আর অমুকের বা তমুকের লোক হলে চলবে না। আইনের লোক হতে হবে। আইন যা আছে ষোলআনা আপিল করবো। যারা কথা শুনবে না তাদের বাড়ি চলে যেতে হবে। ১০-১৫ বছর কথা শোনেন নাই। কিন্তু এখন কথা না শুনে পারবেন না। আগে না শুনে পার পেয়ে গেছেন। কিন্তু এখন আর এই সুযোগ নেই। আইনের ঊর্ধ্বে কেউ নেই। আগে কথা না শোনার অন্য কারণও ছিল।

রোহিঙ্গা সমস্যা নিয়ে তিনি বলেন, এতো দিন আমার ধারণা ছিল যে রোহিঙ্গারা বাংলাদেশি নাগরিক হতে চায়। এবার শুনলাম বাংলাদেশিরা জাতিসংঘের রেশনের লোভে রোহিঙ্গা ক্যাম্পে নাম লিখিয়েছে। বাংলাদেশিরা রোহিঙ্গা হয়ে গেছে জাতিসংঘ ও এনজিওর সহযোগিতা পাওয়ার জন্য। এটা আগে শুনি নাই। স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে বিয়েও হচ্ছে।

মতবিনিময় সভায় কক্সবাজারের জেলা প্রশাসক সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিলসহ অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park