মস্কো অধিভুক্ত ক্রিমিয়ার সিভাস্তোপুল বন্দরে বুধবার রাশিয়ার নৌ বাহিনী ড্রোন হামলা প্রতিহত করেছে।
ক্রিমিয়ার ক্রেমলিন সমর্থিত সরকার এ কথা জানিয়েছে। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে। এখানেই দেশটির ‘ব্ল্যাক সি ফ্লিট’ রয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে এখানে একের পর এক ড্রোন হামলা চালানো হচ্ছে।
সিভাস্তোপুলের রুশ সমর্থিত গভর্ণর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রামে বলেছেন, ‘মোট তিনটি বস্তু ধ্বংস করা হয়েছে।’
তিনি আরো বলেছেন, নাবিকরা ‘ছোট অস্ত্র’ দিয়ে ড্রোন প্রতিহত করে। এছাড়া ‘বিমান প্রতিরক্ষা’ ব্যবস্থাও কাজ করছিল।
এ সময় ক্ষয় ক্ষতির কোন ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
তিনি শান্তির আহ্বান জানান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও উল্লেখ করেন।
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ক্রিমিয়া সফরের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ড্রোন হামলা চালানো হলো।