ইসলাম ধর্ম নিয়ে মন্তব্যের জেরে বিশ্বজুড়ে বিভিন্ন নেতার নিন্দার মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র। এরমধ্যে শনিবার টুইটে ধর্মনিরপেক্ষতা ‘কখনো কাউকে হত্যা করেনা’ এমন দাবির পর কড়া সমালোচনায় পড়েছেন তিনি।
শনিবার টুইটারে ম্যাক্রর এমন দাবির পর সামাজিক মাধ্যমগুলোতে নিন্দার কবলে পড়েন ম্যাক্র। অনেকে ফ্রান্সের ইতিহাসের ‘কালো অধ্যায়ের’ কথা স্মরণ করে দেন।
এক ব্যবহারকারী লিখেছেন, ফ্রান্স আলজেরিয়াকে ১৮৩০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ১৩২ বছর ধরে দখল করে ছিল। এসময় স্বাধীনতা পাওয়ার জন্য ১৫ লাখের বেশি আলজিরায়ান ‘শহীদ’ হন। আহত হন হাজার হাজার মানুষ।
আরেক ব্যবহারকারী লিখেছেন, হত্যা সম্পর্কে কথা বলবেন না, ফ্রান্সের পুরো ইতিহাস হত্যা নিয়ে।
এছাড়া ফরাসি বিপ্লবের সময় যেসব ফাঁসির কার্যকর করা হয় সেসবও উল্লেখ করেছে অনেক ব্যবহারকারী।
সূত্র : দ্য নিউ আরব