খাগড়াছড়িতে ভোক্তা অধিকারের অভিযান, ৩ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলা কার্যালয় কর্তৃক আদালত সড়ক ও শাপলা চত্ত্বরে পরিচালিত বাজার অভিযানে ২৭ হাজার টাকা জরিমানা করেন ৩ ব্যবসায়ীকে।
খাগড়াছড়িতে ভোক্তা অধিকারের অভিযান, ৩ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা
ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদবিহীন কাটা ঔষধ বিক্রয় করার অপচেষ্টায় আদালত সড়কের উষমী ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং মেয়াদবিহীন কাটা ঔষধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করায় ডিজিটাল ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
এছাড়া মেয়াদবিহীন কাটা ঔষধ সংরক্ষণ করায় শাপলা চত্ত্বরের নাসির ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা।
সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর নাউচিং চৌধুরী এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।