মোঃ রিদুয়ানুল হক: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ১২ জানুয়ারি, ২০২৩ ঢাকার বনশ্রীস্থ খান বাহাদুর হেমায়েত উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের জুনিয়র সেকশনের বই উৎসব উৎ্যাপিত হয়। বই উৎসব উপলক্ষে স্কুল ক্যাম্পাস ফুল, বেলুন এবং বিভিন্ন রঙের ফেস্টুনে রাঙিয়ে তোলে। সকাল ১১ টায় বই উৎসবের উদ্ভোধন করেন স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফাতেমা মজিদ। এরপর ক্ষুদে শিক্ষার্থীর হাতে বই তুলে দেন যথাক্রমে অধ্যক্ষ ফাতেমা মজিদ, পরিচালক মো আবু তৈয়ব, পরিচালক মইন ইউ আহমেদ বাচ্চু, পরিচালক জাফরিন এবং পরিচালক আয়েশা বেগম।
এরপর অভিভাবকদের স্কুলের বিভিন্ন কার্যক্রম নিয়ে তৈরি ৩০ মিনিটের একটি ভিডিও চিত্র দেখানো হয়। সবচেয়ে কেক কেটে অধ্যক্ষ ফাতেমা মজিদের জন্মদিন পালন করা হয়। অভিবাবকদের উদ্দেশ্যে উপদেশ এবং স্কুল সম্পর্কে বিভিন্ন নির্দেশনা দেন পরিচালক মো আবু তৈয়ব।
নতুন বই পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা আবেগে আপ্লুত। অধ্যক্ষ ফাতেমা মজিদ সমাপনী বক্তব্যে উপস্থিত অভিভাবক, শিক্ষক-কর্মচারিদের ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।