খুলনা প্রতিনিধিঃ খুলনায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা এবং ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৮ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ডাঃ আলতাফ হোসেন লেনের সোবহান ফারাজীর ছেলে হাসান ফারাজী (২১), গোপালগঞ্জ কাশিয়ানী তেতুলিয়ার মৃত. রহিম হোসেন মো. রাজিবুল হোসেন(২১) ও তার ভাই মো. ইমরান হোসেন (১৯), খালিশপুর নিউজ প্রিন্ট গেট ছালের মাঠ এলাকার মো. মোস্তফা শিকদারের ছেলে সাগর হোসেন (২০), দৌলতপুর পাবলা কারিকর পাড়ার আব্দুল গনি হাওলাদারের ছেলে মো. সুমন বয়রা সুমন (২৮), দিঘলিয়া সেনহাটি শুরমা বাজারের মো. মুরাদ হোসেনের ছেলে শাহজালাল শান্ত (২১), খানজাহান আলী থানার যোগীপোল ৪নং ওয়ার্ডের মতিউর রহমানের ছেলে মিরাজ হাওলাদার (২৩), নগরীর মিয়াপাড়া ২য় গলির সাজাহান গাজীর ছেলে রাজু গাজী (৩৪), দৌলতপুর পাবলা এলাকার কেসমত শেখের ছেলে হিরু শেখ (৩৪), একই এলাকার জাকির শেখের ছেলে জাহিদুল শেখ (৩৬), রূপসার শ্রীফলতলার ভদ্রগাতি এলাকার শাহাদাৎ মোল্লার ছেলে ইমদাদুল মোল্লা ওরফে বাবু(১৮)।