মহান বিজয় দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ‘সংগ্রাম অব্যাহত রাখার’ শপথ নিয়েছে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি নেতারা সকাল ৯টার পর স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমাদের বাক স্বাধীনতা নেই, মৌলিক স্বাধীনতাকে হরণ করা হয়েছে। অধিকারকে হরণ করা হয়েছে। আজকে আমরা বিজয় দিবসে সেজন্য শপথ গ্রহণ করেছি স্মৃতিসৌধে আমাদের শ্রদ্ধা জানিয়ে।
তিনি বলেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, অবশ্যই এদেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। অবশ্যই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।
এক প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, মুক্তি আমাদের মেলেনি, সেই মুক্তির জন্যই আমরা সংগ্রাম করছি।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শেরেবাংলা নগরে গিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেন বিএনপি নেতারা।
সেখানে জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।