বিনোদন ডেস্কঃ নবাগত সঙ্গীতশিল্পী হিসেবে সেরার পুরস্কার পেলেন কানিজ খাদিজা তিন্নি।
১০ ডিসেম্বর অনুষ্ঠিত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে গত বছর প্রকাশিত ‘শরৎ আমার স্নিগ্ধতা’ শিরোনামে দেশাত্মবোধক গানটির জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে পুরস্কৃত হন।গানটি লিখেছেন কামরুল হাসান সোহাগ এবং সুর ও সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ।
এ প্রাপ্তি প্রসঙ্গে তিন্নি বলেন, ‘শরৎ আমার স্নিগ্ধতা গানটির সঙ্গে সম্পৃক্ত সবার প্রতিও আমি কৃতজ্ঞ। এ পুরস্কার আমার চলার পথে উৎসাহ জোগাবে।’ বর্তমানে নতুন কিছু গানের কাজ নিয়েই ব্যস্ত আছেন এ সঙ্গীতশিল্পী।