গোলাপ ফুলের ব্যাবহার শুধুই ফুল হিসেবেই সীমাবদ্ধ নয়। গোলাপ জল হিসেবেও এর খ্যাতি অনেক। নারীদের রূপচর্চায় ব্যাপক ব্যাবহার দেখা যায়। তবে বাজারে পাওয়া যায় এমন গোলাপজলের কার্যকারিতা খুব একটা পরিলক্ষিত হয়না। ঘরে বানানো হলে তা বেশি উপযোগী হয়; কারণ তখন তাতে উপাদান গুল শতভাগ ভেজাল মুক্ত থাকে।
গোলাপজল প্রতিদিন রাতে মুখে মেখে ঘুমালে ত্বক উজ্জ্বলতা পায়। ত্বকের কাল দাগ দূর হয়। চোখের নিচের কাল দাগ দূর হয়। এমনকি ব্রণের পরিমাণ কমিয়ে এনে ব্রণ থেকে পরিত্রাণ দিয়ে থাকে।
গোলাপজল অনেক ভাল মেকআপ রিমুভাল হিসেবেও কাজ করে। আবার মেকআপের সেটিং স্প্রে হিসেবে ব্যাবহারে অনেক ভাল ফল পাওয়া যায়। গোলাপজল মুখের ত্বককে হাইড্রেটেড রাখে এবং ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে। অনেকের বয়সের সাথে সাথে মুখের চামড়া ঝুলে যেতে দেখা যায়, তা থেকেও মুক্তি দিতে সক্ষম গোলাপজল।