গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি ১৯ পয়সা করে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বছরের ১ জানুয়ারি থেকেই নতুন দাম কার্যকর করা হবে। এর ফলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা মূল্য হবে ইউনিট ৭ টাকা ৩২ পয়সা, যা এতোদিন ছিল ৭ টাকা ১৩ পয়সা।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সরকারের নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।