দূরবীন অনলাইন ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাইগামী দুই যাত্রীর কাছ থেকে ৪১লাখ টাকা মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
শনিবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের লাগেজ থেকে এসব মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে ওমানের দিনার, সৌদি আরবের রিয়েল, আরব-আমিরাতের দিরহাম ও কুয়েতি দিনার রয়েছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা নূর কামাল ও ফেনী জেলার বাসিন্দা ইমরান হোসেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তরের সহকারী কমিশনার মোহাম্মদ কাউসার আলম পাটোয়ারি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাদের লাগেজ তল্লাশি করে প্রচুর পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়। জব্দকৃত মুদ্রার পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ৪১ লাখ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।