মোশাররফ হোসেন: অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। এ নিয়ে কার্যনির্বাহী কমিটির সভা শিগগিরই আহ্বান করা হবে বলে কার্য নির্বাহী কমিটির সভাপতি ডঃ এম তোহা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জানিয়েছেন। ২০২৩- ২৫ নির্বাচন হবার কথা ছিল ২৮মে ২০২৩।
মূলত অনাকাংখিত পরিস্থিতিতে এবারের পোরধান নির্বাচন কমিশনার সৈয়দ ফখরুদ্দিন, কমিশনার বিনয় মজুমদার ও ডঃ আনোয়ার সাদাত ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ২৩মে।
সভাপতি পদে নির্বাচন করার জন্য শফিউদ্দীন আহমেদ, ডঃ হুমায়ূন কবির ও সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে খোরশেদ আলম খান ও তানভি এস হক, কোষাধ্যক্ষ পদে হাসান তারিক চৌধূরী আবেদন করেন। কোষাধ্যক্ষ পদে আর কোন প্রার্থী না থাকায় হাসান তারিক চৌধূরী বেসরকারী ভাবে জয়ী ছিলেন। ১৯মে ভোটার ও ২০ মে ছিল নির্বাচনে প্রার্থী হওয়ার শেষদিন। ২৪ মে ছিল নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
নির্বাচনী প্রচারণা জমে উঠেছিল। সভাপতি পদে ত্রিমুখী ও সাধারণ সম্পাদক পদে দ্বিমুখী লড়াই চলছিল।
এরকম অবস্থায় ২৩ মে সন্ধ্যায় নির্বাচন কমিশনের কাছে এসে ভোটার হবার পদ্ধতি বিষয়ে মৌখিখভাবে আপত্তি করেন সভাপতি প্রার্থী শফিউদ্দীন আহমেদ। কিন্তু সভাপতি পদের অপর প্রার্থী ডঃ হুমায়ূন কবির ও সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক পদের খোরশেদ আলম খান, তানভি এস হক, কোষাধ্যক্ষ প্রার্থী হাসান তারিক চৌধূরী ভোটার হবার পদ্ধতি নিয়ে কোন আপত্তি তোলেননি। উল্লেখ্য নির্বাচন কমিশন প্রার্থীতা ও ভোটার তালিকা চূড়ান্ত করে ঘোষণা দেবার সময় ছিল ২৪মে।
২৩মে সভাপতি প্রার্থী শফিউদদিন আহমেদের আপত্তি বিষয়ে কথা বলার পর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে না নেয়ায় কমিশনারতোরয় পদত্যাগ করেন। তারা ৬প্রার্থীর সংগে কথা বলে একজন সিদ্ধান্ত না মানায় পদত্যাগ করেন বলে নির্বাচন কমিশন ও বর্তমান কমিটির সভাপতি ডঃ এম তোহা সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জানিয়েছেন ।