মোশাররফ হোসেন: বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নতুন কার্যকরী কমিট। এতে রয়েছে আগস্ট এর মধ্যে পিকনিক, উপদেষ্টা কমিটি গঠন,গঠনতন্ত্র সংশোধন, ওয়েবসাইট তৈরী, সদস্য সংগ্রহ।
এজন্য করা হয়েছে প্রয়োজনীয় উপকমিটি। গত ১০এপ্রিল জামাইকা ,নিউইয়র্কে অনুষ্ঠিত কার্যকরী কমিটি ২০২২-২৩এর প্রথম সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন মাহমুদ আহমেদ । সভার আলোচনায় ভারচুয়ালি অংশ নেন, সিনিয়র সহ সভাপতি সেকানদার চৌধূরী (টেক্সাস), সহ সভাপতি হাসান মাহমুদ, মোশাররফ হোসেন (কানাডা), নাহিদা আলী(ডালাস),জমিলা ইলিয়াস চট্টলা(বোস্টন), উপদেষ্টা অধ্যাপক জাহাংগীর শাহনাওয়াজ ডিকেনস সাধারণ সম্পাদক এস এম ইকবাল ফারুক ,দেলোয়ার এম হাসান, বিষ্ণু গোপ , ফাহমিদা জিগর জাহান, কোষাধ্যক্ষ সৈয়দ আসিফ আহমেদ, কবিতা সেন , শাহেদ আলী , অতিথি পরেশ সাহা ও সজীব। সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামীম আল মামুন।
সভায় বিষ্ণু গোপকে আহ্বায়ক ,হাসান মাহমুদ ও শাহেদ আলীকে যুগ্ম আহ্বায়ক করে পিকনিক কমিটি গঠন করা হয়েছে । অধ্যাপক জাহাংগীর শাহনাওয়াজ ডিকেনসকে আহ্বায়ক ও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে সদস্য করে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের ওয়েবসাইট ও ডাঁটাবেজ তৈরির দায়িত্ব দেয়া হয়েছে দেলোয়ার এম হাসান ও মুশতাক আহমেদকে।
সর্বোপরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক এর সদস্য মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ নিউইয়র্ক কুইনস কমিউনিটি বোর্ড সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়েছে । সভা পরিচালনা করেন সহ সভাপতি হাসান মাহমুদ ও কোষাধ্যক্ষ সৈয়দ আসিফ আহমেদ ।