আন্তর্জাতিক ডেস্ক : সীমান্ত নিয়ে চীনের সঙ্গে দ্বন্দ্ব চলছে ভারতে। এই দ্বন্দ্বের জেরে চীনের পণ্য বয়কট করা শুরু করেছে দেশটি। আর এটি ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। কারণ নিজেদের প্রয়োজন মেটাতে এবং বিশ্ববাজারে টিকে থাকার জন্য কলকারখানা তৈরির প্রতি জোর দিয়েছে ভারত। পাশাপাশি দেশটির যে সব কলকারখানা চীনা পণ্যের ওপর নির্ভরশীল ছিল সেগুলোও এখন বিকল্প দেশ থেকে প্রয়োজন মেটানোর চেষ্টা করছে।
জানা গেছে, গত দুই বছর ধরেই ভারতের বাণিজ্যিক অংশীদারের তালিকায় শীর্ষে ছিল চীন।
ভারত একটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ। দেশটি এই সম্পদ দিয়ে একটি টেকসই কলকারখানার ঘাঁটি তৈরি করতে পারে।
চীনের সঙ্গে দ্বন্দ্বের জেরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভারতের নতুন অর্থনৈতিক সম্পর্ক তৈরি হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে। আর এর জন্য ভারতকে দক্ষ শ্রমিক এবং প্রচলিত কর্মপন্থা সংস্কার করতে হবে।
চীনকে টক্কর দিতে হলে ভারতের ভোক্তাদেরও সমর্থন প্রয়োজন। তাদেরকেও চীনের পণ্য বয়কট করে ভারতীয় উদ্যেক্তাদের সমর্থন দিতে হবে।