ভারত সংলগ্ন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলাজুড়ে ঘরে-ঘরে সর্দি ও জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আজ বুধবার (২৩ জুন) করোনা প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভা শেষে ১৪ দিনের লকডাউন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে চুয়াডঙ্গা জেলা প্রশাসন।
আজ থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। এ সময়জুড়ে শর্ত সাপেক্ষে কাঁচা বাজার ও মুদি দোকান দুপুর ১২টা পর্যন্ত এবং ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে।
করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর এ উপজেলা ইতোমধ্যে ১১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মাত্র ৪৫৭ জনের পরীক্ষার পর এ সংখ্যা পাওয়া গেছে। আক্রান্তদের অধিকাংশ পরীক্ষার করতে ও মুখে মাস্ক পরতে অনীহা প্রকাশ করছে। গত ৩ দিনে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এ উপজেলায় এক নারীসহ ৮ জন মারা গেছে।